পায়রা বন্দরের সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: এম সাখাওয়াত হোসেন
Share on:
পায়রা বন্দরের সব ধরনের উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নৌপরিবহন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার দুপুর ১২টায় পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর কর্তৃপক্ষের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘পায়রা বন্দরের উন্নয়ন কাজে ইতোমধ্যে প্রায় কয়েক হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। তাই এ প্রকল্পের সব ধরনের কাজকে সামনে এগিয়ে নেওয়াই তার সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।’
পায়রা বন্দরের সাথে রেললাইন সংযোগের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘রেললাইন সংযোগের কাজ শেষ হলেই অতি দ্রুত পায়রা বন্দরের সুফল পাওয়া যাবে।’
তিনি পায়রা বন্দরের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম, পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনাল ও আনুষঙ্গিক সুবিধাদি, রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং স্কিম এবং বন্দরের সুবিধা, অর্জন ও সাফল্য নিয়ে আলোচনা করেন।
এসময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক, প্রকল্প পরিচালক কমোডর রাজিব ত্রিপুরাসহ বন্দর ও মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ের আগে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন পায়রা বন্দরের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
এনএইচ