বিপিএলে আফিফের ঠিকানা পুরোনো দলেই
Share on:
বিপিএলের নবম আসরের ড্রাফটের দিনক্ষণ চূড়ান্ত, অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বরে। তবে এর আগে থেকেই দল গোছাতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি মালিকরা। নিজেদের দলে ভেড়াতে শুরু করেছে পছন্দের সব ক্রিকেটারদের। সাকিব আল হাসান, তামিম ইকবালদের পর এবার জানা গেল তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ঠিকানা। আসন্ন বিপিএলে এই বাঁহাতি ব্যাটার খেলবেন গেল আসরের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে।
গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে চট্টগ্রাম কর্তৃপক্ষ।
এর আগে সিলেট স্ট্রাইকার্স দেশি ক্রিকেটার হিসেবে মাশরাফি বিন মুর্তজার সাথে বিদেশী পাকিস্তানের মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিসকে দলে ভিড়িয়েছিল।
এরপর ফরচুন বরিশাল সাকিব আল হাসানকে আবারো নিজেদের করে নিয়েছে। সাকিবের সাথে তারা ধরে রেখেছে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলকে। এছাড়া নতুন করে রাহকিম কর্নওয়াল, আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত ও পাকিস্তানের মোহাম্মদ ইফতিখারকে যুক্ত করেছে। খুলনা টাইগার্স তামিম ইকবালের পাশাপাশি বিদেশী কোটায় চুক্তি করেছে পাকিস্তানি ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আভিষ্কা ফার্নান্দো ও আজম খানের সাথে।
বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স অন্তর্ভুক্ত করেছে মুস্তাফিজুর রহমানকে। এছাড়া পাকিস্তানি তারকা শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ রিজওয়ানকেও দলে যোগ করেছে।
রংপুর রাইডার্স চুক্তি করেছে পাকিস্তানের শোয়েব মালিক, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ, জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে।
এমআই