tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০৪ জুন ২০২৪, ১০:৩০ এএম

ভোট গণনার মধ্যেই ভারতীয় শেয়ারবাজারে ধস


stock-market-india_20240604_103658962
ছবি : সংগৃহীত

সোমবার বড় ঊর্ধ্বগতির পর আজ ভারতীয় শেয়ারবাজারে বিপর্যয় দেখা দিয়েছে। এক লাফে সেনসেক্স ২ হাজার পয়েন্টেরও বেশি কমেছে। প্রাথমিক ভোট গণনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি-বিজেপি নেতৃত্বাধীন জোট ২৭২টিরও বেশি আসনে এগিয়ে থাকলেও বিজয় এখনও স্পষ্ট না হওয়ায় দেশটির শেয়ারবাজারে এই ধস দেখা দিয়েছে।


মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ৯টা পর্যন্ত এনএসই নিফটি ৫০ সূচকটি ৩ দশমিক ০৩ শতাংশ (২২ হাজার ৫৫৭) কমেছে এবং এসএন্ডপি বিএসই সেনসেক্স ৩ শতাংশ কমে ৭৪ হাজার ১০৭ এ নেমেছে।

উল্লেখ্য, বিজেপি নেতৃত্বাধীন জোট নিম্নকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে, এক্সিট পোলের এমন অনুমানের পর সোমবার (৩ মে) বেঞ্চমার্কগুলি ৩ শতাংশেরও বেশি বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছে এবং প্রায় ৪০ মাসের মধ্যে সেরা সেশনে প্রবেশ করে।

সূত্র: এনডিটিভি

এনএইচ