tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৬ অগাস্ট ২০২৪, ১৪:২৩ পিএম

পানির চাপে বাঁধ ভেঙে মুছাপুরে আতঙ্ক


1724653078.1

বন্যার পানির তীব্র চাপে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ‘মুছাপুর ক্লোজার’ স্লুইসগেট ভেঙে গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


সোমবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে বলে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার পানির তীব্র চাপ সহ্য করতে না পেরে মুছাপুর ক্লোজারের ২৩ ভেন্ট রেগুলেটর ভেঙে গেছে। এতে কোম্পানীগঞ্জ, কবিরহাট এবং ফেনীর সোনাগাজী ও দাগনভূঞাসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর বলেন, “পানির প্রবল চাপে রেগুলেটর দেবে গিয়ে মুছাপুর ক্লোজার স্লুইসগেট ভেঙে গেছে। ভাটার সময় বন্যার পানি নামলেও জোয়ারের সময় এখন লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। বিষয়টি নিয়ে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম কাজ করছে।”

এফএইচ