আফগান ক্রিকেটে করোনার হানা
Share on:
সম্প্রতি বাংলাদেশ সফরে আসা আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়ার ও সাপোর্ট স্টাফ মিলে প্রায় ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট মিলেছে। এদের মধ্যে রয়েছেন দলটির ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও।
স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বাংলাদেশ সফরে আসা আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়ার ও সাপোর্ট স্টাফ মিলে প্রায় ৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট মিলেছে। এদের মধ্যে রয়েছেন দলটির ভারতীয় ফিজিও প্রশান্ত পঞ্চাদাও।
বিসিবি সূত্র জানিয়েছে, করোনা ভাইরাস আক্রান্তদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে।
গত শনিবার ( ১২ফেব্রুয়ারি) ঢাকা পৌঁছানোর পর রবিবার ( ১৩ ফেব্রুয়ারি) ২৩ সদস্যের বহর সিলেটে পৌঁছায়। সেদিনই করোনা পরীক্ষা করা হয় এবং সোমবার রিপোর্ট জানা যায়।
আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ।
তবে সিলেটে কন্ডিশনিং ক্যাম্প করছে সফরকারী দল। যদিও কোচিং স্টাফের সব সদস্য এখনও দলের সাথে যোগ দেননি।
বাংলাদেশের মাটিতে আফগানরা খেলবে ৩ টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১১টায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাড়ি জমাবে ঢাকায়।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। ৩ ও ৫ মার্চ দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়।
বাংলাদেশ ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোঃ মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, ইয়াছির আলী, তাসকিন আহমেদ ও মাহমুদুল হাসান জয়।
আফগানিস্তান ওয়ানডে দল:
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদীন নাঈব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই।
রিজার্ভ: কায়েস আহমেদ ও সেলিফ সাফি।
টি-টোয়েন্টি দল:
মোহাম্মদ নবী (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসিদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।
এইচএন