tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

নাহিদ-তাসকিনের আঘাত, চতুর্থ দিনে ভালো শুরু বাংলাদেশের


taskin-rana-20240902115859

প্রত্যাশিত সূচনা পেয়েছে বাংলাদেশ। আগের দিন খেলা শেষে লিটন দাস জানিয়েছিলেন চতুর্থ দিনে পাকিস্তানকে চেপে ধরতে চান তারা।


তাসকিন আহমেদ এবং নাহিদ রানার সুবাদে সেটা পেয়েও গিয়েছে বাংলাদেশ। দিনের প্রথম ১৫ ওভার শেষের আগেই পাকিস্তানের দুই ব্যাটার ফিরেছেন সাজঘরে। ৭৪ রানের লিড পেলেও পাকিস্তান হারিয়ে ফেলেছে ৪ উইকেট।

আজ চতুর্থ দিন সকালে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, সঙ্গে ৬ রান নিয়ে অপরাজিত সাইম আইয়ুব। দিনের নবম ওভারে পাকিস্তানের প্রথম উইকেট তুলে নেয় বাংলাদেশ। তাসকিন আহমেদকে ড্রাইভ করতে গিয়ে মিড অফে নাজমুল হোসেনের দারুণ ক্যাচে ফিরেছেন সাইম আইয়ুব। সাইম আগের দিনের ৬ রানের সঙ্গে যোগ করেন আরও ১৪ রান। ৫০ রানে পাকিস্তানের ৩য় উইকেটের পতন ঘটে।

টানা ৬ ওভার তাসকিনের স্পেল শেষে আক্রমণে এসেই উইকেট পেলেন নাহিদ রানা। শান মাসুদ কাট করতে চেয়েছিলেন। কিন্তু বল ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটের পেছনে থাকা লিটন দাসের কাছে। ৬২ রানে ৪ উইকেটের পতন। লিড ৭৪ হওয়ার মাঝেই পাকিস্তান হারায় ৪ উইকেট।

বিস্তারিত আসছে...

এনএইচ