tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪৩ পিএম

নাভালনির মৃত্যুর কারণ জানাল কারা কর্তৃপক্ষ


image-775772-1708248517

অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর কারণ জানিয়েছে ইয়ামালো-নেনেতেস কারাগার কর্তৃপক্ষ।


তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন। নাভালনির মাকে তারা মৃত্যুর কারণ হিসেবে ‘সাডেন ডেথ সিন্ড্রোম’কে উল্লেখ করেছে। যার অর্থ আকস্মিকভাবে মৃত্যু হয়েছে। খবর বিবিসির।

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, সাডেন ডেথ সিন্ড্রোম হলো একটি বিশেষ অবস্থা। এই সময় আক্রান্ত ব্যক্তির হার্টঅ্যাটাক হয় এবং কোনো লক্ষণ ও কারণ ছাড়া মৃত্যু হয়। কিন্তু সাডেন ডেথ সিন্ড্রোম হলে হার্টঅ্যাটাকের কারণ জানা যায় না।

সাধারণত হার্টঅ্যাটাক হলে হার্টে ও শরীরে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। এতে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায় এবং ব্রেন সজাগ থাকার জন্য কোনো অক্সিজেন পায় না।

শুক্রবার এক বিবৃতিতে ইয়ামালো-নেনেতেস কারা কর্তৃপক্ষ জানায়, আজ ১৬ ফেব্রুয়ারি শুক্রবার পেনাল কলোনি নাম্বার ৩-এর বন্দি অ্যালেক্সেই নাভালনি সকালে হাঁটার পর হঠাৎ অসুস্থতা বোধ করেন এবং প্রায় সঙ্গে সঙ্গেই সংজ্ঞা হারিয়ে ফেলেন।

তাৎক্ষণিকভাবে কারাগারের মেডিকেল টিম তাকে প্রাথমিক চিকিৎসা দেয়, কিন্তু তাতে অবস্থার উন্নতি না হওয়ায় কারগারের অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসাসেবা প্রদান করেন। কিন্তু তাতেও কাজ হয়নি। সংজ্ঞা হারানোর অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অ্যাম্বুলেন্স টিমের ডাক্তাররা।

এনএইচ