tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ৩০ অগাস্ট ২০২৪, ০৯:২০ এএম

সিরিজের শেষ টেস্টে আজ মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান


untitled-1-20240830084203

প্রথম টেস্ট জিতে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে পিছিয়ে থেকে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নামবে পাকিস্তান। এই ম্যাচ ড্র করলেই প্রথমবারের লাল বলের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে স্বাগতিকদের জয়ের বিকল্প নেই।


আজ শুক্রবার (৩০ আগস্ট) রাওয়ালপিন্ডিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১১ টা থেকে শুরু হবে ম্যাচটি। সিরিজে ১-০ তে এগিয়ে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্ট শুরুর আগে গতকাল নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে চেয়েছিল দুই দল। কিন্তু বৃষ্টির বাগড়ায় এদিন অনুশীলন করতে পারেননি ক্রিকেটাররা। ফলে উভয় দলই অলস সময় পার করেছে স্টেডিয়ামের ড্রেসিংরুমে বসে। পুরো মাঠ ঢেকে রাখা হয়েছিল কাভারে। কোনোভাবেই মাঠে নামা সম্ভব হয়নি দুই দলের কারও।

গত কয়েকদিন ধরেই রাওয়ালপিন্ডি বৈরী আবহাওয়ার সাক্ষী হয়েছে। প্রথম টেস্টের প্রথম দিনের মতো দেরিতে খেলা শুরু হতে পারে আজও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ রাওয়ালপিন্ডিতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বাতাসের আর্দ্রতা হতে পারে ৭৯ শতাংশ। পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। একইসঙ্গে মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং উত্তর-পূর্ব দিক থেকে ১১ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ-পাকিস্তানের চলমান এই সিরিজ ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই উভয় দলের জন্যই শেষ ম্যাচটি গুরুত্বপূর্ণ। এর আগে বাংলাদেশ প্রথম টেস্ট জিতলেও, নির্দিষ্ট সময়ে ৩ ওভার পিছিয়ে থাকায় স্লো ওভার রেটের নিয়মে তাদের ৩ পয়েন্ট খোয়াতে হয়েছিল। একই কারণে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়।

একই অপরাধে শাস্তি পেয়েছে পাকিস্তান দলও। নির্দিষ্ট সময়ে ৬ ওভার পিছিয়ে ছিল স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্ট হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে দলের প্রত্যেক সদস্যকে তাদের ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা গুনতে হয়।

এনএইচ