tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৭ এপ্রিল ২০২৩, ১৩:৩০ পিএম

সুদান থেকে দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়


2

যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে দেশে ফিরেছেন ৩৬০ জন ভারতীয়। বুধবার (২৬ এপ্রিল) রাতে দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তারা। ‘অপারেশন কাবেরী’র মাধ্যমে তাদের দেশে ফেরানো হয়েছে।


ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে লিখেছেন, ভারত তার নাগরিকদের স্বাগত জানাল। সুদান থেকে প্রথম ফ্লাইট নয়াদিল্লিতে পৌঁছেছে। ‘অপারেশন কাবেরী’ ৩৬০ জন ভারতীয় নাগরিককে স্বদেশে ফিরিয়ে নিয়ে এল।

দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সেনাদের কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয়রা।

জানা গেছে, সুদানে এখনও হাজারের বেশি ভারতীয় আটকে আছেন। তবে তাদের উদ্ধারে কাজ চলছে। শিগগিরই তাদের ফেরানোর ব্যবস্থা করবে সরকার। প্রায় দুই সপ্তাহ আগে সুদানে সেনা-আধাসেনার মধ্যে সংঘর্ষ শুরু হয়। যার জেরে প্রায় ৪৫০ মানুষ প্রাণ হারিয়েছেন। সুদানে গৃহযুদ্ধের জেরে আটকে পড়েছেন বহু ভারতীয়।

এদিকে গত সোমবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে সুদানে ৩ দিনের যুদ্ধবিরতি চলছে। ওইদিন যুদ্ধ বিরতিতে সম্মত হয় সংঘাতে লিপ্ত হওয়া সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।

এবি