ফের বাংলাদেশ বানান ভুল করলো বিসিবি
Share on:
আজ শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে প্রথম টেস্টে টসের পর বিসিবির পক্ষ গণমাধ্যমের কাছে খেলোয়াড়দের তালিকায় ইভেন্টের ঘরে বাংলাদেশ বানান ভুল হয়।
ফের বাংলাদেশ বানান ভুল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শুক্রবার (২৬ নভেম্বর) চট্টগ্রামে প্রথম টেস্টে টসের পর বিসিবির পক্ষ গণমাধ্যমের কাছে খেলোয়াড়দের তালিকায় ইভেন্টের ঘরে বাংলাদেশ বানান ভুল হয়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে আজ শুরু হয়েছে বাংলাদেশের প্রথম টেস্ট। খেলা শুরু আগে একাদশে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়।
এতে লেখা হয় Alesha Holdings ‘Bamgladesh’ Vs Pakistan Test Series। অর্থাৎ বাংলাদেশের ইংরেজি বানানে 'n' এর স্থলে 'm' লেখা হয়।
তাতে বাংলাদেশের বদলে শব্দটি হয়ে যায় ‘বামগলাদেশ’। এতে আবারও সমালোচনার মুখে পড়ে বিসিবি।
উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের টিকেটে বাংলাদেশের ইংরেজি বানান ভুল হয়েছিল।
ওই বছরের জানুয়ারি ১৯ তারিখের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের টিকেটের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
যেখানে ইংরেজিতে ‘BANGLADESH’ বানানটি ভুলক্রমে লেখা হয় ‘BANANGLADESH’।
দেশের নাম ভুল করায় অনেকে বিসিবির সমালোচনা করেন। পরে অবশ্য ভুলের জন্য বিসিবি দুঃখপ্রকাশ করে।
এইচএন