tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:০১ পিএম

জরুরি বৈঠকে ১৮ সংগঠন, আসছে কঠোর সিদ্ধান্ত


জায়েদ-নিপুণ.jpg

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সমালোচনার পারদ এফডিসি থেকে ছড়িয়ে পড়েছে সারাদেশে। অবশেষে বিষয়টি আদালতে গড়িয়েছে।


বিনোদন ডেস্ক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে সমালোচনার পারদ এফডিসি থেকে ছড়িয়ে পড়েছে সারাদেশে। অবশেষে বিষয়টি আদালতে গড়িয়েছে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক কে হবেন তা নির্ধারণ করবেন আদালত।

ইতিমধ্যে নির্বাচনী ফলাফলে বিজয়ী জায়েদ খান সাধারণ সম্পাদক হলেও আপিল বোর্ডের রায়ে এ পদে শপথ নিয়েছেন
চিত্রনায়িকা নিপুণ।

তবে গতকাল সোমবার ( ৭ ফেব্রুয়ারি) হাইকোর্ট আপিল বোর্ডের রায় স্থগিত করে জায়েদকে সাধারণ সম্পাদক পদে থেকে কাজ চালিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন।

আজ মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন নিপুণ। আগামীকাল ( বুধবার) শুনানি শেষে আসবে রায়।

এদিকে চলচ্চিত্র পাড়ায় জায়েদ খানকে ঘিরে চাপা উত্তেজনা বিরাজ করছে।

আজ মঙ্গলবার এফডিসিতে প্রবেশ করে জানা গেলো, শিল্পী সমিতির নির্বাচনের দিন এফডিসিতে চলচ্চিত্র সংগঠনগুলোর নেতাদের প্রবেশ করতে না দেওয়াসহ নানা ইস্যুতে তার ওপর নাখোশ সংগঠনগুলো।

তাদের নেতারা আজ বসেছেন জরুরি বৈঠকে। পাশাপাশি এফডিসির এমডির ব্যাপারেও নিজেদের অবস্থান জানাবেন তারা৷

জানা যায়, বৈঠক থেকে জায়েদ খানকে নিয়ে কঠোর সিদ্ধান্ত আসতে পারে। এমনকি তাকে আজীবন অবাঞ্ছিত ঘোষণা করা হতে পারে।

আজ প্রযোজক সমিতির স্টাডি রুমে ১৮ সংগঠনের পক্ষে মুখপাত্র চিত্রনায়ক আলমগীরের নেতৃত্বে চলছে বৈঠক।

এইচএন