tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
স্বাস্থ্য প্রকাশনার সময়: ০১ জানুয়ারী ২০২৩, ২১:২৫ পিএম

ডেঙ্গু : বছরের প্রথম দিন মৃত্যুশূন্য


Dengue1

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েআরও ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৪৯ জন।


তবে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৮১ জনই রয়েছে।

রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মোট ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ২১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২০৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৩১ জন ও ঢাকার বাইরের ৭৭ জন।

গতবছরের শুরু থেকে রোববার (১ জানুয়ারি-২০২৩) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ৭৬৩ জন।

এন