tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ২৭ মে ২০২২, ১২:২২ পিএম

রুশ হামলায় সেভেরোদনেৎস্কে নিহত ১৫শ


Russian Tank-2022

রুশ হামলায় ইউক্রেনের সেভেরোদনেৎস্কে এখন পর্যন্ত ১৫০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্থানীয় মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক।


বৃহস্পতিবার ( ২৬ মে ) সেভেরোদনেৎস্কের মেয়র এ দাবি করেছেন। সূত্র-আলজাজিরা।

মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, এ শহরে ১২ থেকে ১৩ হাজার মানুষ এখনো রয়েছেন। যেখানে রুশ সেনাদের হামলায় ৬০ শতাংশ ভবন ধ্বংস হয়েছে। ওই অঞ্চল থেকে মাত্র ১২ জনকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

দোনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদনেৎস্ক শহরটিই একমাত্র ইউক্রেনের নিয়ন্ত্রণে আছে। সেভেরোদনেৎস্ক দখলে নিতে হামলা চালাচ্ছে রাশিয়া।

রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকে সেনা প্রত্যাহার করে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে মনোনিবেশ করার পর গত এপ্রিলের মাঝামাঝি থেকেই সেভেরোদনেৎস্ক দখলের চেষ্টা চালাচ্ছে রাশিয়া।

রাশিয়ান সেনাবাহিনী গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে। এখনো যুদ্ধ চলছে। দুজন রুশ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শিগগিরই শেষ হচ্ছে না।

এইচএন