tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আইন আদালত প্রকাশনার সময়: ১২ জুন ২০২৪, ১৭:৫৯ পিএম

আজ সারাক্ষণই খাঁচার মধ্যে ছিলাম, এটা অত্যন্ত অপমানজনক: ড. ইউনূস


younus-khacha

নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আক্ষেপ করে বলেছেন, আজ আদালতে শুনানি চলাকালে সারাক্ষণই খাঁচার মধ্যে ছিলাম।


অপরাধ প্রমাণ হবার আগেই একজন নিরপরাধ নাগরিককে লোহার খাঁচার ভেতরে ঢুকানোটা কোনো সভ্য দেশের নিয়ম হতে পারে না। বিষয়টি অত্যন্ত অপমানজনক। আমি অনেক হয়রানির মধ্যে আছি।

বুধবার (১২ জুন) মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪। পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে আগেও প্রশ্ন তুলেছেন এমন মন্তব্য করে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ প্রশ্ন করেন, এটা ন্যায্য হলো? একটি সভ্য দেশে কেন এমন হবে? আমি যতদূর জানি, যতদিন আসামি অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত না হচ্ছে, ততদিন তিনি নিরপরাধ হিসেবে বিবেচিত হবেন।

তিনি আরও বলেন, এ বিষয়ে সবাই মিলে একটু আওয়াজ তুলুন। যাতে বিষয়টা নিয়ে পর্যালোচনা করা হয়। যারা আইনজ্ঞ তারা চিন্তা-ভাবনা করে দেখবেন, এমনটি চলবে নাকি সারা দুনিয়ায় সভ্য দেশগুলো যেভাবে চলে সেভাবে চলবে।

এমএইচ