করাচিতে পদদলিত হয়ে নিহত ১২
Share on:
পাকিস্তানের করাচিতে জাকাত নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে।
শুক্রবার (৩১ মার্চ) করাচিতে একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে জাকাত বিতরণের সময় এ ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন নারী ও তিন শিশু রয়েছে। আহত আরও ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদমাধ্যমটি আরও জানায়, এফকে ডাইং নামে ওই কোম্পানি জাকাত বিতরণের জন্য তাদের কর্মীদের পরিবারকে আমন্ত্রণ জানায়। সেখানে প্রায় ৪০০ নারী ও শিশু এসেছিলেন। এক পর্যায়ে লাইনে থাকারা একে অপরকে ধাক্কা দিতে শুরু করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে অনেকেই পদদলিত হন। ঘটনার সময় কোম্পানির মালিক সেখানে ছিলেন না।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
করাচির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তাদের আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়বে।
এন