tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
অপরাধ প্রকাশনার সময়: ০২ জানুয়ারী ২০২৩, ২১:১২ পিএম

বোটানিক্যাল গার্ডেনে সাবেক স্ত্রীকে হত্যায় স্বামীর দায় স্বীকার


্র

রাজধানী মিরপুর শাহআলী বোটানিক্যাল গার্ডেনে ছুরিকাঘাতে সাবেক স্ত্রী তুলি আক্তারকে হত্যার ঘটনায় করা মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত সাইদুল ইসলাম।


সোমবার (২ জানুয়ারি) সাইদুলকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন।

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এমদাদুল হক তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশেকে ইমাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত তিন মাস আগে সাইদুলের সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী তুলির বিচ্ছেদ হয়। রোববার (১ জানুয়ারি) বছরের প্রথমদিন। তাই পুনরায় সম্পর্ক উন্নয়নের জন্য মিরপুর বোটানিক্যাল গার্ডেনে যান তারা। আবারও ঘর-সংসার করতে পারেন কি না- এ ব্যাপারে দুজনই কথা বলেন। সেখানে তাদের দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সাইদুল তুলিকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলে মারা যান তুলি। এ ঘটনায় ভুক্তভোগীর মা লাইলি বেগম বাদী হয়ে শাহআলী থানায় হত্যা মামলা করেন।

এমআই