tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০২ মে ২০২৩, ২১:১৬ পিএম

বিজয় সুনিশ্চিত করতে মাঠে নামছে আওয়ামী লীগ :


4

আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করতে মাঠে নামছে জেলা আওয়ামী লীগ। এ উপলক্ষে মঙ্গলবার দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় কক্সবাজার পৌরসভা নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১০০ সদস্য বিশিষ্ট কমিটি গঠনসহ নানা সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা।

নৌকার মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছেন। তাই জননেত্রী শেখ হাসিনার সম্মান রক্ষা করার দায়িত্ব সবার। আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে নৌকার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মেয়র মুজিবুর রহমান বলেন, নৌকার মাধ্যমে দেশের স্বাধীনতা এসেছে। এটি বঙ্গবন্ধুর নৌকা, শেখ হাসিনার নৌকা। তাই নৌকার বাইরে যাওয়ার আমার শক্তি নেই।

এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, নৌকার মাধ্যমে বাংলাদেশ এসেছে। নৌকা নিয়েই জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে গেছে। আগমী জাতীয় নির্বাচন আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে নৌকাকে বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মনে রাখতে হবে নৌকা হেরে গেলে শেখ হাসিনার সম্মানহানি হবে। শিগগিরই কেন্দ্র ভিত্তিক কমিটি গঠন করা হবে।

সভায় এডভোকেট সিরাজুল মোস্তফা বলেন, ব্যক্তি মাহবু ফ্যাক্ট। দেখার বিষয় নৌকা জয় নিশ্চিত করা। তাই দলাদলি না করে কোমর বেঁধে নৌকাকে জয় করতে মাঠে নামতে হবে।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোস্তাক আহমদ চৌধুরী, রেজাউল করিম, আশেক উল্লাহ রফিক, কানিজ ফাতেমা আহমেদ এমপি, মাহবুবুল হক মুকুল, এডভোকেট রনজিত দাশ, নাজনীন সরওয়ার কাবেরী, এস,এম কামাল উদ্দিন, মোহাম্মদ হোসেন বিএ, এডভোকেট মমতাজ আহমদ, এডভোকেট আব্বাস উদ্দিন চৌধুরী, আবদুল খালেক, এডভোকেট তাপস রক্ষিত, এডভোকেট ফখরুল ইসলাম গুন্দু, মাহমুদুল করিম মাদু, মো. নজিবুল ইসলাম, আতিক উদ্দিন চৌধুরী, সোহেল আহমদ বাহাদুর, রহিম উদ্দিন, শহীদুল হক সোহেল, আরিফুল মওলা, শফিকুর রহমান কালু, আতিক উল্লাহ কোম্পানি, হাবিব উল্লাহ, সাইফুল ইসলাম চৌধুরী, আরমানুল আজিম, ওয়াহিদ মুরাদ সুমন, আবদুল্লাহ মাসুদ আল আজাদ, মনিরুল হক।

সভায় বক্তারা ভেদাভেদ ভুলে আসন্ন কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তথা নৌকার বিজয় সুনিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন