tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
বিনোদন প্রকাশনার সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৭ পিএম

ফের উত্তাল এফডিসি


এফডিসি.jpg

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আজও এফডিসিতে উত্তেজনা বিরাজ করছে। ‘জায়েদ খানের পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ চিৎকারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ভোটাধিকার হারানো শিল্পীরা।


চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আজও এফডিসিতে উত্তেজনা বিরাজ করছে। ‘জায়েদ খানের পদত্যাগ চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ চিৎকারে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ভোটাধিকার হারানো শিল্পীরা।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) মিশা-জায়েদের আমলে ভোটাধিকার হারানো শিল্পীরা দুপুর ৩টা থেকেই এফডিসিতে অবস্থান নিয়েছেন। তারা দলবদ্ধ হয়ে, কেউ খালি গায়ে প্রতিবাদী স্লোগান লিখে তাদের অধিকার হরণ করায় জায়েদের বিচার দাবি করছেন।

নৃত্যশিল্পী রতন বলেন, ‘আমাদের সঙ্গে অন্যায় করেছে জায়েদ। আমি ২০ বছর ধরে এফডিসিতে আছি। শতাধিক সিনেমায় কাজ করেছি। আমার মতো শিল্পীকেও সে বঞ্চিত করেছে। আমি ওর বিচার চাই। আমি ওকে অভিশাপ দিচ্ছি।’

এদিকে আজ বিকেল ৫টায় দুই সাধারণ সম্পাদককে নিয়ে সভা আহ্বান করেছে শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ড। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশমতো সেই সভার মূল দায়িত্ব পালন করছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

আজকের সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে আগেই জানা গেছে, জায়েদ আজ এফডিসিতে উপস্থিত থাকবেন না৷

এইচএন