tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০২ নভেম্বর ২০২৪, ১১:২৪ এএম

ইসরাইলের দাবি: হামাসের শীর্ষ নেতৃত্বের শেষ সদস্যও নিহত


ezgif-6-9082d42b27-6725b4958f1e5

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং শিন বেথ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এক বিমান হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা ইজ আল-দিন কাসাব নিহত হয়েছেন। গাজায় বেঁচে থাকা হামাসের সবশেষ রাজনৈতিক ব্যুরোর সদস্য ছিলেন তিনি।


শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, কাসাব ছিলেন হামাসের রাজনৈতিক ব্যুরোর শেষ অবশিষ্ট সদস্যদের একজন, যেখানে তিনি গাজায় গোষ্ঠীটির অভ্যন্তরীণ কর্মকাণ্ড পরিচালনার শীর্ষ দায়িত্বে ছিলেন।

সেনাবাহিনীর মতে, ‘কাসাব হামাস এবং গাজার অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের জন্য দায়ী’।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, কাসাব ছিল গাজায় ক্ষমতার একটি উল্লেখযোগ্য উৎস। তিনি গাজা উপত্যকার অন্যান্য উপদলের সাথে সংগঠনের কৌশলগত এবং সামরিক সম্পর্কে নির্ধারণ করতেন। এ ছাড়া ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর নির্দেশ দেওয়ার ক্ষমতা রাখতেন এই হামাস নেতা।

আইডিএফের মতে, কাসাবের সহকারী আয়মান আয়েশও হামলায় নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী খান ইউনিস এলাকায় এই বিমান হামলার ফুটেজও প্রকাশ করেছে।

এনএইচ