tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২৩ অক্টোবর ২০২৩, ১৭:১২ পিএম

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৭


dead-body-202310231

ভৈরব জংশনের আগে জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় ট্রেন দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে।


ঘটনাস্থল থেকে পাঠানো বিভিন্ন ভিডিওতে ফায়ার সার্ভিসের লাশ বহনের ব্যাগে অন্তত ৭টি লাশ দেখা গেছে। তবে এসব বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় কন্টেইনারবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী এগারসিন্দুর ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হলে এ হতাহতের ঘটনা ঘটে।

বিকেল ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।

রেলওয়ের একটি দায়িত্বশীল সূত্র ঢাকা গনমাধ্যেমকে জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটনা ঘটেছে।

এমবি