tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
প্রকাশনার সময়: ০২ ডিসেম্বর ২০২১, ১২:৫৪ পিএম

ঢাকা টেস্ট, ডিরেক্টরের দায়িত্ব থেকে সরে দাড়ালেন সুজন


sujon-03.jpg

ঢাকা টেস্টে দলের সঙ্গে সুজনের না থাকার কারণ হিসেবে ক্রিকেট অপারেশন্স আকরাম খান বলেছেন, জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠায় দলের সঙ্গ ছেড়েছেন তিনি।


গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর টিম ডিরেক্টরের দায়িত্ব দেওয়া হয় সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে।

সাম্প্রতিক সময়ে ওঠা গুঞ্জন দলের সঙ্গে বোর্ডের দুরত্ব দূর করতেই তাকে আনা হয় গুরুদায়িত্বে।

দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়েই শুরু হয় সুজনের দায়িত্ব।

তবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর চট্টগ্রাম টেস্টে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে টাইগারদের।

দলের এমন নাজুক পরিস্থিতিতে সরে দাঁড়ালেন খালেদ মাহমুদ সুজনও।

ঢাকা টেস্টে দলের সঙ্গে সুজনের না থাকার কারণ হিসেবে ক্রিকেট অপারেশন্স আকরাম খান বলেছেন, জৈব সুরক্ষা বলয়ে হাঁপিয়ে ওঠায় দলের সঙ্গ ছেড়েছেন তিনি।

‘পারিবারিক কারণে মিরপুর টেস্টে দলের সঙ্গে থাকছেন না তিনি (খালেদ মাহমুদ)। তাছাড়া নিউজিল্যান্ড সফরেও লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে থাকতে হবে। এসব কারণেই মূলত দল ছেড়েছেন।’

উল্লেখ্য, পাকিস্তান সিরিজ শেষ করেই ৯ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে চলে যাবে বাংলাদেশ দল। এই সফরে দুটি টেস্ট খেলবে টাইগাররা।

এদিকে টিম ডিরেক্টরের দায়িত্ব পেয়েই ছাপ রাখতে শুরু করেছেন সুজন। দলে বেশকিছু নতুন মুখও দেখা গেছে। যদিও তারা নিজেদের প্রমাণ করতে পারেননি টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে।

এইচএন