tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৩ অক্টোবর ২০২৩, ১৫:২৯ পিএম

আল্লামা সাঈদী বিশ্ব মুসলিম উম্মাহর প্রেরণার উৎস : ড. হেলাল উদ্দিন


Adv Dr. Helal

আল্লামা সাঈদী বিশ্ব মুসলিম উম্মাহর প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাড. ড. হেলাল উদ্দিন। তিনি বলেন, মাওলানা সাঈদী বাংলাদেশে কিচ্ছা কাহিনির প্রচলিত ওয়াজ মাহফিলের পরিবর্তে তাফসিরুল কুরআনের নতুন ধারার প্রবর্তন করেন।


মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জজকোর্ট আইনজীবী শাখার উদ্যোগে সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রাহি) স্মরণে ঢাকা জজকোর্ট এলাকার আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. হেলাল উদ্দিন বলেন, তিনি সরাসরি কুরআনের তাফসীর মানুষের সামনে তুলে ধরতেন। পুরো পৃথিবীতে আজ সাঈদীর দেখানো সেই ধারায় কুরআনের তাফসির শুরু হয়ে গেছে। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তা এদেশের মানুষের সামনে তিনি তুলে ধরেছেন। জামায়াতে ইসলামী মানুষের কাছে কুরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তার তাফসিরুল কুরআন মাহফিলের মাধ্যমে এই কাজকে আরও বেগবান করেছেন।

তিনি বলেন, লাখ লাখ মানুষের সামনে তিনি কুরআনকে সহজ করে বুঝিয়ে দিতেন। তার উপস্থাপনায় জনগণের মনের মাঝে ইসলামের পূর্ণাঙ্গ ছবি অংকিত হয়ে যেত। শুধুমাত্র মুসলমানদের কাছেই নয় বরং হিন্দু সহ সকল ধর্মের মানুষের কাছে ইসলাম ও কুরআন হাদিসের বক্তব্যের পরিস্কার ধারণা তিনি বুঝিয়ে দিতেন।

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় তিনি যুব সমাজকে সচেতন করতেন। আজ দেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত নেই বলেই জনগণের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। এসব কথার ইংগিত আল্লামা সাঈদী বহু বছর পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। আজ দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা।

দক্ষিণের নায়েবে আমীর বলেন, বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বরেণ্য ওলামায়ে কেরামগণ কারাগারে বন্দি। মাওলানা মাওলানা মামুনুল হক, মুফতি আমীর হামজা সহ সকল ওলামায়ে কেরামগণকে দেশের তৌহিদী জনতা আজ মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে গেছে। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে কারাবন্দি আলেমদেরকে মুক্ত করতে হবে। আজকে আইনজীবী নেতৃবৃন্দ দেশের এই সংকট উত্তরণে সার্বিক সহযোগিতার কথা ব্যক্ত করেছেন। জামায়াতে এদেশের নিপিড়িত মজলুম সংগঠন। দেশের মানুষের অধিকার আদায় ও মানবতা রক্ষায় আমরা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্য পূরণে তিনি আইনজীবীদের সামনে থেকে ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানান।

ঢাকা জজকোর্ট আইনজীবী শাখার সভাপতি অ্যাড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাড. এসএম কামাল উদ্দিন ও আল্লামা সাঈদী ছেলে মাসুদ বিন সাঈদী।

আইনজীবী শাখার সেক্রেটারি অ্যাড. আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাড. লুৎফর রহমান, অ্যাড. মুজাহিদুল ইসলাম,অ্যাড. রেজাউল হক রিয়াজ, অ্যাড. জাহাঙ্গির হোসেন, অ্যাড. সাইফুল্লাহ ইসলামাবাদী, অ্যাড. আব্দুল মালেক ইমন, অ্যাড. আল মামুন রাসেল প্রমুখ। উপস্থিত ছিলেন এড. মহিউদ্দিন, অ্যাড. ইউনুস সুমন, অ্যাড. হাসানুল বান্না, অ্যাড. ফোরকানুজ্জামান,অ্যাড. আবু হানিফ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি