তামিমদের বিপক্ষে শুরুতেই বিপদে সাকিবরা
Share on:
পাওয়ারপ্লের ৬ ওভার শেষে রংপুরের স্কোর ২৬ রানে তিন উইকেট। সাজঘরে ফিরেছেন দুই ওপেনার। সাকিব ফিরেছেন ১ রানে।
সাইফুদ্দিনের এক ওভারেই ফিরেছেন শেখ মেহেদি হাসান এবং সাকিব। তাতেই মূলত রংপুরের ওপর চড়ে বসেছে বরিশালের বোলাররা।
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দর্শকরা নড়েচড়ে বসার আগেই শুরু হলো তাণ্ডব। বাতাসে ব্যাপক সুইং। আর তাতে দিশেহারা রংপুর রাইডার্স। সাকিব আল হাসানের ব্যাটে রান নেই আজও। পাওয়ারপ্লে শেষের আগেই বিপদে রাইডার্সরা। ভরসা হয়ে আছেন দুই বিদেশি জিমি নিশাম এবং নিকোলাস পুরান। দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর এখন লড়ছে মান বাঁচানোর তাগিদে।
ইনিংসের প্রথম ওভারেই কাইল মায়ার্স বুঝিয়েছিলেন মিরপুরে আজ সুইংয়ের বাড়তি ঝলক দেখা যাবে। প্রথম ওভারে সাবধানী শুরু করেছিলেন শেখ মেহেদি এবং রনি তালুকদার। এদিনও অবশ্য রংপুরের ওপেনিং নিয়ে বাজি কাজে আসেনি। দ্বিতীয় ওভারেই ফিরেছেন মেহেদি। সাইফুদ্দিনের আউটসুইং বল তার ব্যাট ছুঁয়ে চলে যায় মুশফিকের গ্লাভসে।
একই ওভারে ফিরেছেন সাকিবও। বাড়তি বাউন্সের বলটা ব্যাট ছুঁয়ে চলে যায় মুশফিকের হাতে। ঠিক দুই ওভার পরেই উইকেট নিয়েছেন মায়ার্স। রনি তালুকদার বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন জেমস ফুলারের কাছে। এরপরেই অবশ্য হাল ধরেছেন নিশাম। টানা তিন চারে মোমেন্টাম ঘোরানোর প্রচেষ্টায় আছেন এই কিউই অলরাউন্ডার।
এসএম