ইউরোপে ফের যুদ্ধ নিয়ে এসেছে পুতিন: ইইউ
Share on:
ইউক্রেনে যুদ্ধ শুরু করে দিয়েছে রাশিয়া। এ ঘটনার নিন্দা জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লয়েন।
ইউক্রেনে যুদ্ধ শুরু করে দিয়েছে রাশিয়া। এ ঘটনার নিন্দা জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লয়েন।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ইউরোপে আবারও যুদ্ধ নিয়ে এসেছে পুতিন। এ সময় উরসুলা ভন ডের লয়েন ঘোষণা দেন যে, রাশিয়ার অর্থনৈতিক ভিত্তি এবং এর আধুনিকীকরণের সক্ষমতা দুর্বল করার জন্য ব্যাপক নিষেধাজ্ঞার একটি প্যাকেজ প্রস্তাব করবেন তিনি।
এদিকে, এ ঘটনায় দেশটির নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ। জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসে। এ সময় তিনি পূর্ব ইউরোপের দেশটির প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেন, ‘ইউরোপে আমাদের একটি স্থল যুদ্ধ হয়েছে। যা আমরা ভেবেছিলাম কেবল ইতিহাসের বইয়ে পাওয়া যাবে। এটা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।’
পোলিশ সরকারের মুখপাত্র পিতর মুলার বলেন, ‘ন্যাটের পশ্চিম ফ্লাঙ্ককে পূর্ণগঠনের এখনই সময়। আমরা আশা করছি এমন সিদ্ধান্ত নেওয়া হবে।’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানায় ফ্রান্স। রাশিয়াকে দ্রুত সময়ের মধ্যে অবশ্যই তাদের সামরিক অভিযান বন্ধ করতে হবে। ফ্রান্স সহমর্মিতার সহিত ইউক্রেনের পাশে দাঁড়াচ্ছে।’
এইচএন