tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২০ নভেম্বর ২০২৪, ০৮:০০ এএম

কুয়াশা ও বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস আবহাওয়া অফিসের


winter_20241120_130017519

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীর কমে যাচ্ছে। এদিকে, ভোরে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, জানানো হয়েছে আবহাওয়া অফিস থেকে।


আবহাওয়া অফিস জানিয়েছে, বুধবার সকাল থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া শুষ্ক থাকবে। তবে চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, বর্তমানে রাতের বেলা শীত অনুভূতি বেশি। বিশেষত গ্রামাঞ্চলে বিকেল থেকে সকাল পর্যন্ত শীত অনুভূত হয়। তবে রাজধানীতে রাতে শীত অনুভূত হলেও দুপুরে তাপমাত্রা একটু বেশি থাকে।

আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। একইসাথে, ভোরে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে।

জেবুন্নেছা আরও জানান, আগামী সপ্তাহের শুরুতে সাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে।

আজ সকালে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, এবং ঢাকায় ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস।

এনএইচ