tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলা প্রকাশনার সময়: ২৩ জানুয়ারী ২০২৪, ১৬:৫৬ পিএম

বাবর এসেই জেতালেন রংপুরকে


babar-omarzai-bpl-20240123164921

পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের ফিফটি ও হজরতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে রংপুর ৪ উইকেটের জয় পেয়েছে রংপুর রাইডার্স।


কতটা খারাপ খেলা যায়, তারই যেন প্রতিযোগিতা করেছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স! আগে ব্যাট করা সিলেট ৫ উইকেট হারিয়েছিল মাত্র ৩৯ রানে। এরপর তাদের করা ১২০ রানের স্বল্প পুঁজির সামনেও রংপুরের টপ অর্ডাররা খাবি খেয়েছে। তারাও সমান ৩৯ রানে হারিয়ে বসেছিল ৬ উইকেট। যদিও সেখান থেকে

দশম বিপিএল আসরের ঢাকাপর্বের প্রায় ম্যাচে একটি বিষয় লক্ষ্যণীয়— তা হচ্ছে দিনের ম্যাচে স্বল্প রানের নজির। এরপর রাতের ম্যাচে টি-টোয়েন্টির মেজাজ ফিরতে দেখা যায়। এর আগে চলতি বিপিএলে সর্বনিম্ন ১২১ রান করে হেরেছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার তাদের চেয়ে এক রান কম নিয়ে সর্বনিম্ন পুঁজি গড়ে সিলেট। সেই রানের ভেতরও তাদের বোলাররা ম্যাচটা কিছুটা হলেও জমিয়েছেন। সেখানে অবশ্য, ব্যাটারদের কৃতিত্ব নেই সেই যুক্তিও দেখানো কষ্টসাধ্য!

বিস্তারিত আসছে…

এসএম