tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০১ অগাস্ট ২০২৩, ২০:১২ পিএম

৭৭ জনকে মাধ্যমিকে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি, বেতন ষষ্ঠ গ্রেডে


উচ্চ মাধ্যমিক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে ৭৭ জন সহকারী প্রধান শিক্ষক পদোন্নতি পেয়েছেন। ষষ্ঠ গ্রেডে বেতনে (৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা) তাদের পদোন্নতি দেওয়া হয়েছে।


মঙ্গলবার (১ আগস্ট) শিক্ষকদের পদোন্নতি ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। পদোন্নতি পাওয়া সহকারী প্রধান শিক্ষকরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডরভুক্ত বিদ্যালয় ও পরিদর্শন শাখার আওতাধীন।

জানা গেছে, সহাকারী প্রধান শিক্ষকরা নবম গ্রেডে বেতন পেতেন। প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাওয়ার পর তারা জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে বেতন পাবেন।

পদোন্নতি পাওয়াদের বেশিরভাগকেই বিভিন্ন সরকারি হাইস্কুলে প্রধান শিক্ষক পদে পদায়ন করা হয়েছে। তবে কয়েকজনকে জেলা শিক্ষা কর্মকর্তা পদেও পদায়ন দেওয়া হয়েছে।

এন