দুবাইফেরত যাত্রীর কাছ থেকে ৩২ সোনার বার জব্দ
Share on:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মোহাম্মদ জিয়াউদ্দিন নামে এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দারা। এই ৩২টি বারের ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। আটক জিয়াউদ্দিনের বাড়ি হাটহাজারী উপজেলার এনায়েতপুরে। তিনি স্থানীয় আবুল বাশারের পুত্র।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ ঢাকা পোস্টকে বলেন, সকালে দুবাই থেকে বিমান বাংলাদেশের বিজি ১৪৮ ফ্লাইটে দেশে ফেরেন অভিযুক্ত জিয়াউদ্দিন।
গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হয়। প্রথমে তার দেহ তল্লাশি করে ২৩টি সোনার বার পাওয়া যায়। এরপর তার দেহ স্ক্যান করে তলপেটে আরও সোনার বার দেখা যায়। পরে পায়ুপথ দিয়ে এগুলো বের করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ৩২ সোনার বারের ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে।
এমকে/এন