ইসরায়েল কোথা থেকে এত অস্ত্র পায় : বিবিসির বিশ্লেণ
Share on:
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল যেভাবে যুদ্ধ চালাচ্ছে, তার জেরে দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য পশ্চিমা সরকারগুলো চাপের মুখে পড়েছে।
ইসরায়েল বিশ্বের একটি বড় অস্ত্র রপ্তানিকারক দেশ। তবে আকাশপথে হামলা চালানোর ক্ষেত্রে ইসরায়েলের সামরিক বাহিনী আমদানি করা যুদ্ধবিমান, গাইডেড বোমা ও ক্ষেপণাস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। গাজায় ইসরায়েল আকাশপথে চালানো সামরিক অভিযান চালাচ্ছে, বিশেষজ্ঞরা তাকে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম তীব্র ও ধ্বংসযজ্ঞ বলে উল্লেখ করেছেন।
বিভিন্ন অধিকার গোষ্ঠী ও ইসরায়েলের পশ্চিমা মিত্রদেশগুলোর কিছু রাজনীতিবিদ বলেছেন, দেশটির কাছে অস্ত্র রপ্তানি স্থগিত করা উচিত। কারণ, ইসরায়েল বেসামরিক নাগরিকদের জীবন রক্ষাসহ তাঁদের কাছে পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়টি নিশ্চিতে যথেষ্ট কাজ করতে ব্যর্থ হচ্ছে।
গত সোমবার যুক্তরাজ্য বলেছে, আন্তর্জাতিক মানবিক আইন মানার ক্ষেত্রে ইসরায়েলের অবস্থান তারা পর্যালোচনা করেছে। এই পর্যালোচনার আলোকে তারা গাজায় সামরিক অভিযানে ব্যবহারের জন্য ইসরায়েলের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে—এমন প্রায় ৩০টি রপ্তানি লাইসেন্স স্থগিত করছে।
ইসরায়েল যত অস্ত্র আমদানি করে, সেই বিবেচনায় দেশটিতে যুক্তরাজ্যের রপ্তানির পরিমাণ তুলনামূলক কম। এরপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাজ্যের এ সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে নিন্দা জানিয়েছেন।
গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এ হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। ২৫১ জনকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। এ হামলার জেরে গাজা যুদ্ধের সূত্রপাত হয়।
৭ অক্টোবর থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইসরায়েল জোর দিয়ে বলে আসছে, ইসরায়েলি বাহিনী বেসামরিক নাগরিকদের হতাহত হওয়ার ঘটনা এড়াতে কাজ করছে। ইসরায়েলের দাবি, হামাস ইচ্ছাকৃতভাবে বেসামরিক লোকদের সংঘাতের মধ্যে ফেলছে। আর গাজায় সাহায্য সরবরাহের ক্ষেত্রেও কোনো বাধা নেই।
এসএম