উত্তর ইসরায়েলে লেবাননের রকেট বৃষ্টি
Share on:
উত্তর ইসরায়েলে সোমবার সকাল থেকে একর পর এক রকেট হামলা চালিয়ে যাচ্ছে লেবানন।
ইসরায়েলি সেনাবাহিনী-্আইডিএফ জানিয়েছে, সোমবার সকাল থেকেই হিজবুল্লাহ রকেট বৃষ্টি শুরু করেছে উত্তর ইসরায়েলে।
এর মধ্যে উত্তর গোলান মালভূমিতে একসঙ্গে গিয়ে ১৫টি রকেট আঘাত হানে। তারপরে দক্ষিণ গোলান এবং আপার গ্যালিলে ২০টি রকেট গিয়ে আছড়ে পড়ে।
আইডিএফ আরো জানায়, কিছু রকেট বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে, বাকিগুলি খোলা জায়গায় আঘাত করেছে।
তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি এবং হতাহত হয়েছে ইসরায়েল তা জানায়নি।অবশ্য, কখনোই ইসরায়েল তা জানায় না।
এর আগে গত ইহুদিবাদী ইসরায়েল মার্কিন নির্মিত এফ-৩৫ জঙ্গীবিমানের সাহায্যে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণে দাহিয়েহ এলাকায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে ছয়টি বেসামরিক ভবন সম্পূর্ণ উড়িয়ে দেয়ার পর হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায়।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এক ঝাঁক ফাদি-৩ ক্ষেপণাস্ত্র দিয়ে সোমবার সকালে রামাত ডেভিড সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এর পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলের কাবরি ইহুদি বসতিতেও ক্ষেপণাস্ত্র হামলার কথা নিশ্চিত করেছে হিজবুল্লাহ। পাশাপাশি ভূমধ্যসাগর তীরবর্তী নাহারিয়া শহরেও ফাদি-১ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।
ইসরাইল গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ শুক্রবার রাতে প্রায় ৭৫টি রকেট ছুড়েছে। এরমধ্যে ইসরাইলের সাফেদ শহরে অন্তত ত্রিশটি রকেট আঘাত হানে। এতে শহরের কয়েকটি এলাকায় বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ইসরাইলি বাহিনীর স্বীকার করেছে।
উল্লেখ্য, ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর গোটা এলাকায় এখন উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এমএইচ