tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ০৩ জানুয়ারী ২০২৩, ২১:৪৩ পিএম

বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নতি হয়েছে : জয়শঙ্কর


download (2)

আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপক উন্নতি করেছি জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তাদের সঙ্গে আমাদের স্থলসীমান্ত চুক্তি হয়েছে।


তিনি আরও বলেন, কীভাবে সফল কূটনীতি একটি শক্তিশালী সম্পর্কের ক্ষেত্রে সরাসরি অবদান রেখেছে এটি তার উদাহরণ।

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় জয়শঙ্কর অস্ট্রিয়ার ভিয়েনায় ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।

জয়শঙ্কর বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে আরও বলেন, গত এক দশকে প্রকৃতপক্ষে পূর্ব ও উত্তর-পূর্ব ভারত উন্নতি করেছে। এর কারণ হল, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে।

এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের সঙ্গে ভারতের সমস্যাকে একটি 'বড় চ্যালেঞ্জ' হিসেবে বর্ণনা করেছেন।

পাকিস্তান প্রসঙ্গে জানিয়ে তিনি বলেন, ওই দেশটি থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমস্যা এখনো অব্যাহত রয়েছে। দেশটির সঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমস্যা রয়েছে।

এন