আন্দোলনরত শিক্ষার্থীদের বেশ কয়েকজন আটক
Share on:
এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেন। সেখানে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ করে স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
পরে সেখান থেকে নীলক্ষেত মোড়ে গিয়ে অবস্থান নিয়ে দুপুরে আবার সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর ২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা বলছেন, ডেঙ্গু পরিস্থিতির কারণে তাদের অনেকে ক্লাস পরীক্ষায় অংশ নিতে পারেননি। এছাড়া অনেকেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে তারা দুই মাস পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন। অন্যথায় নম্বর কমিয়ে ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবি তাদের। এসময় আইসিটি পরীক্ষা না নেওয়ার দাবি জানায় শিক্ষার্থীরা।
এমবি