tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১০ এপ্রিল ২০২৪, ১৫:৫০ পিএম

গাজাবাসীদের জন্য প্রার্থনার মধ্য দিয়ে পাকিস্তানে ঈদুল ফিতর উদযাপন


image-794184-1712743594

গাজায় নির্যাতিত মুসলিমদের জন্য প্রার্থনার মাধ্যমে বুধবার পাকিস্তানে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।দেশটির সব মসজিদে ফিলিস্তিনিদের জন্য বিশেষ দোয়া হয়েছে।


ঈদের বার্তায় পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব যুদ্ধবিধ্বস্ত দেশটির প্রতি সংহতি প্রকাশ করেন এবং গাজায় অবিলম্বে শান্তি নিশ্চিত ও ফিলিস্তিনিদের সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঈদ উপলক্ষে পাকিস্তানি জাতি ও মুসলিম উম্মাহকে অভিনন্দন জানান।

ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করে তিনি গাজায় অবিলম্বে শান্তি ও সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

জারদারি বলেন, আমি পাকিস্তান জাতির পক্ষ থেকে গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের এই বার্তা দিতে চাই যে, পুরো পাকিস্তানি জাতি আপনাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে।

এর আগে বুধবার পাকিস্তানে ঈদুল ফিতরের ঘোষণা দেয় দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল।

দেশটির সরকারি ঘোষণায় বলা হয়েছে, মঙ্গলবার (৯ এপ্রিল) আকাশে ঈদের চাঁদ দেখা গেছে।

জিও নিউজ

এনএইচ