tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ১৮ মে ২০২৩, ১৭:৫৬ পিএম

ভারতে প্রধান বিচারপতির সাথে বিরোধ, পদ হারালেন আইনমন্ত্রী


6

ভারতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে বিরোধের জেরে কিরেন রিজিজুকে কেন্দ্রীয় আইনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


বর্তমানে তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ভূ-বিজ্ঞান মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। দেশটির নতুন আইনমন্ত্রী হয়েছেন অর্জুন রাম মেঘওয়াল। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি আইন মন্ত্রণালয়ও সামলাবেন।

সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগকে ঘিরে কলেজিয়াম পদ্ধতিতে বেশ কিছুদিন ধরেই বিতর্কিত মন্তব্য করছিলেন রিজিজু। এর আগে প্রধান বিচারপতিকে চিঠি লিখে তিনি দাবি করেছিলেন, বিচারপতিদের নাম সুপারিশ করার অধিকার কলেজিয়ামের থেকে কেড়ে নিয়ে কেন্দ্র সরকারকে দেওয়া উচিত।

১৯৪৭ সালের পর আইনের একাধিক পরিবর্তন করা হয়েছে। কারণ একই নিয়ম চিরকাল চলতে পারে না। একটা সময়ের পর তা বদলাতে হয়।

মূলত রিজিজু কলেজিয়াম সিস্টেম তুলে দেওয়ার পক্ষে ছিলেন। অবশ্য রিজিজুকে সরানোর আরও একটা কারণ উঠে এসেছে।

কর্ণাটকের বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় যে রদবদল হতে পারে, ভারতের রাজনীতির মাঠে সে ইঙ্গিত আগে থেকেই ছিল। এ বছরের শেষে রাজস্থানেও নির্বাচন। সেদিক থেকেও মেঘওয়ালের পদন্নোতি তাৎপর্যপূর্ণ।

এন