tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
খেলাধুলা প্রকাশনার সময়: ০৬ অগাস্ট ২০২৪, ২১:৩০ পিএম

ক্ষমতার কালো থাবা মুক্ত ক্রিকেট বোর্ড চান ইমরুল


image-834754-1722954335

দেশে ক্ষমতার পালাবদলের মুহূর্তে অস্থির ক্রীড়াঙ্গনও। সবার আগে পালাবদলের দাবি উঠেছে দেশের ক্রিকেট বোর্ডে। আজ মঙ্গলবার পরিবর্তনের দাবি নিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সামনে জড়ো হয়েছিলেন ক্রিকেট সংগঠকরা।


এ সময় বিসিবির নীতি নির্ধারকদের অব্যাহতি ও বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার নিয়ে হাজির হন তারা। ক্রিকেট সংগঠকরা দাবি করেন, আওয়ামী লীগ সরকারের অধীনে এত দিন বিসিবিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এসবের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি দিতে হবে।

এবার ক্রিকেট বোর্ড ইস্যুতে মুখ খুললেন জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়েসও, ‘স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ও ক্ষমতার কালো থাবা থেকে মুক্ত করতে হবে।’

খেলোয়াড়দের ক্যারিয়ার ধ্বংসের জন্য বোর্ডকে দায়ী করে ইমরুল যোগ করেন, ‘সম্প্রতি একটা সাক্ষাৎকার দেখলাম বোর্ড কর্মকর্তারা মুখোশ পাল্টে এখন মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছেন। এদের কারণে ক্রিকেটের যে কি পরিমান ক্ষতি হয়েছে সবাই জানেন। কত প্লেয়ারের ক্যারিয়ার যে ধ্বংস করছে তারা। শুধু তাদের পছন্দের তালিকায় না থাকার কারনে। খেলোয়াড়দের সাথে ন্যূনতম সম্মান দেখানো হয়না।’

তরুণদের আন্দোলনে স্বৈরাচারমুক্ত হয়েছে দেশ। এখন বোর্ডের নেতৃত্বেও তরুণদের দেখতে চান জানিয়ে এই ক্রিকেটার বলেন, ‘বোর্ডের প্রতি আমার অনুরোধ, আপনারা যথেষ্ট করেছেন, দেশের ক্রিকেটকে দেয়ার আপনাদের আর কিছু নেই। তারুণ্যের হাতে ছেড়ে দিন ক্রিকেটের ভবিষ্যত। তারায় এগিয়ে নিয়ে যাবে। তাদের হাত ধরেই আসবে বড় সাফল্য, যেখানে মাথা উচু করে থাকবে বাংলাদেশ ক্রিকেট। ইনশাআল্লাহ।’

এমএইচ