অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে জামায়াত : ড. মাসুদ
Share on:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্য শুধুমাত্র রাজনীতি করে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা নয়। বরং ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমে দেশের অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। যা সাদকায়ে জারিয়ার আমল হিসেবে আমাদের মৃত্যুর পরেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, আল্লাহর নির্দেশ হচ্ছে তোমরা আমার সেজদাহ করো, ইবাদত করো এবং সেই সাথে মানুষের কল্যাণে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাও।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্য শুধুমাত্র রাজনীতি করে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করা নয়। বরং ইকামাতে দ্বীনের কাজের মাধ্যমে দেশের অবহেলিত ও বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা। যা সাদকায়ে জারিয়ার আমল হিসেবে আমাদের মৃত্যুর পরেও অব্যাহত থাকবে।
তিনি দুনিয়া ও আখেরাতে মুক্তির জন্য ইসলামের ছায়াতলে আসার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি উল্লেখ করেন, এ দেশ যতদিন ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত না হবে, ততদিন মানুষের প্রকৃত কল্যাণ নিশ্চিত হবে না।
আজ শনিবার ( ৮ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালীর বাউফল উপজেলার উদ্যোগে বাউফল উপজেলা ও ৪টি ইউনিয়নের নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম। বিশেষ অতিথি জেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহ আলম। আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সহকারী সেক্রেটারি এবিএম সাইফুল্লাহ, শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম, শিবিরের পটুয়াখালী জেলার সাবেক সভাপতি মো. আল আমিনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
সভায় জাতীয়তাবাদী দলের বেশ কিছু নেতাকর্মী সভায় অংশগ্রহন করে জামায়াতে ইসলামীতে সাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এর মধ্যে রয়েছেন, ধুলিয়ার মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন,ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হোসেন, কেশবপুরের মোহাম্মদ জামশেদ হোসেন মাতব্বর, মোহাম্মদ কুদ্দুস মোল্লা, মাওলানা মোহাম্মদ নুরুল হক প্রমুখ।
এইচএন