tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ২২ জুন ২০২৪, ১৮:০২ পিএম

পলিব্যাগে মিলল নারীর ২ কবজি


image-279329-1719056583

বগুড়ায় করতোয়া নদীতে ভেসে আসা পলিব্যাগ থেকে কাপড়ে মোড়ানো এক নারীর দুই হাতের কবজি উদ্ধার করা হয়েছে।


শনিবার (২২ জুন) বেলা ১২টার দিকে শহরের মাটিডালি এলাকার করতোয়া নদীর পাড় থেকে কবজি দুটি উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, করতোয়া নদীর বেইলি ব্রিজের নিচে একটি পলিথিনের ব্যাগ নদীতে ভেসে যাচ্ছিল। কৌতূহলবশত স্থানীয় কয়েকজন কিশোর ব্যাগটি উদ্ধার করে। এরপর ব্যাগটি খুলে তারা লাল রংঙের কাপড়ে মোড়ানো হাতের দুটি কবজি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে কবজি দুটি উদ্ধার করে।

এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, ‘কবজি দুটি কোনো নারীর। এটি ২ থেকে ৩ দিন আগের হতে পারে। কার হাতের কবজি তা শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেওয়া হয়। কিন্তু ফিঙ্গারপ্রিন্টে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এ জন্য উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি টিম ঢাকা থেকে রওনা করেছে।’

তিনি আরও বলেন, ‘কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এমএইচ