tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
জাতীয় প্রকাশনার সময়: ১২ ডিসেম্বর ২০২১, ১৩:১৯ পিএম

আসছে শৈত্যপ্রবাহ, কমবে তাপমাত্রা


কুয়াশা.jpg

শীতের দাপট শুরু হয়েছে পঞ্চগড়ে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। গত দুই সপ্তাহে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১০-১২ ডিগ্রিতে ওঠা-নামা করছে এই জেলায়।


শীতের দাপট শুরু হয়েছে পঞ্চগড়ে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। গত দুই সপ্তাহে এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১০-১২ ডিগ্রিতে ওঠা-নামা করছে এই জেলায়।

তবে আগামী দু-তিন দিনে তাপমাত্রা আরও কমতে পারে। তাই আগামী দুদিনের মধ্যে উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্য সূত্রে জানা যায়, উত্তরাঞ্চলে তাপমাত্রা ১০ ডিগ্রির খুব বেশি নিচে নামবে না, আপাতত ৮-এর নিচে নামা কঠিন হয়ে যাবে। তবে দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা আরও কমবে।

আবহাওয়া অফিস জানায়, আপাতত উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ যেটা শুরু হতে পারে, সেটা হবে মৃদু। আপাতত মাঝারি কিংবা তীব্র আকার ধারণ করার সম্ভাবনা নেই। দেশের অন্যান্য স্থানে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই।’

তেঁতুলিয়া প্রথম শ্রেণি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ধীরে তাপমাত্রা কমছে পঞ্চগড়ে।

আজকে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পঞ্চগড়ে ভোরে ঘন কুয়াশায় ঢেকে থাকে চারদিক। তখন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।

আজ রোববার ( ১২ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত শীত নিবারণের জন্য আগুন পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষদের।

কুয়াশার সঙ্গে সঙ্গে ঠাণ্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দেয়। সূর্য উঠলেই ধীরে ধীরে কুয়াশা কেটে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে কুয়াশা মিশ্রিত রোদ উঠলেও উত্তাপ ছড়ায় না।

এতে গরম কাপড় ছাড়া ঘর থেকে বের হওয়া যায় না। ভর দুপুরে শীতের পোশাক মুড়িয়ে চলাফেরা করতে হয় পঞ্চগড়ে।

এইচএন