tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
টাইম ফোকাস প্রকাশনার সময়: ০৫ মার্চ ২০২৩, ২০:২০ পিএম

ইতিহাসের এই দিনে : অ্যাঙ্গোলা-বার্মা যুদ্ধ শুরু


00

আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের স্রোতে একসময় হয়ে উঠে ইতিহাস। পৃথিবীর বয়স যতোই বাড়ে ইতিহাস ততোই সমৃদ্ধ হয়। এই সমৃদ্ধ ইতিহাসের প্রতিটি ঘটনার প্রতি মানুষের আগ্রহ চিরাচরিত। ইতিহাসের প্রতিটি দিন তাই ভীষণ গুরুত্ব পায় সকলের কাছে।


পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (৫ মার্চ) ফাল্গুন ২০, ১৪২৯ বঙ্গাব্দ। ১২ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৭৯৩ - ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়।

১৮২২ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।

১৮২৪ - অ্যাঙ্গোলা-বার্মা যুদ্ধ শুরু হয়।

১৮৩৩ - অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রী লাভ করেন।

১৮৩৬ - মেক্সিকো আলামো আক্রমণ করে।

১৮৯৬ - ইতালির প্রধানমন্ত্রী ক্রিসপি পদত্যাগ করেন।

১৮৯৭ - আমেরিকান নিগ্রো একাডেমী গঠিত হয়।

১৯৮৪ - ভূটানের সাথে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৮৭ - সিলেটের ওসমানী জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৯৮ - ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।

২০০১ - হজ্বের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজী ।

২০০৭ - ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকেটিং (ই-টিকেটিং) পদ্ধতি চালু।

জন্ম :

১১৩৩ - দ্বিতীয় হেনরি ইংল্যান্ডের রাজা জন্মগ্রহণ করেন ।

১৫১২ - ফ্লেমিশ গণিতজ্ঞ, মানচিত্রাঙ্কনবিদ ও দার্শনিক গেরারডুস মেরকাটর জন্মগ্রহণ করেন ।

১৬৯৬ - ইতালীয় চিত্রশিল্পী জিওভান্নি বাতিস্তা টিয়েপলো জন্মগ্রহণ করেন ।

১৯০৪ - কথাসাহিত্যিক অন্নদাশঙ্কর রায় জন্মগ্রহণ করেন ।

১৯২২ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার জেটি পাওলো পাসোলিনির জন্মগ্রহণ করেন।

১৯৩৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের অর্থনীতিবিদ ড্যানিয়েল কানেমান জন্মগ্রহণ করেন ।

১৯৩৭ - নাইজেরিয়ার সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট ওলুস্যাগুন অবাসাঞ্জ জন্মগ্রহণ করেন ।

১৯৪২ - স্প্যানিশ আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী ফিলিপ গনযালেয জন্মগ্রহণ করেন ।

১৯৪৩ - ইতালীয় শিল্পী, তিনি গীতিকার ও গিটার লুচো বাত্তিস্তি জন্মগ্রহণ করেন ।

১৯৬৮ - হাঙ্গেরীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী গর্ডন বাজনাই জন্মগ্রহণ করেন ।

১৯৭৪ - ইভা মেন্ডেজ (জন্ম: ৫ মার্চ, ১৯৭৪)একজন মার্কিন অভিনেত্রী। ১৯৯০-এর দশকে তার অভিনয়ের শুরু। ধারাবাহিকভাবে বিভিন্ন হলিউড চলচ্চিত্রে অভিনয়ের পর তিনি সত্যিকারভাব জনসম্মুখে পরিচিতি লাভ করেন ট্রেনিং ডে চলচ্চিত্রে নগ্ন দৃশ্যে অভিনয় করার মাধ্যমে। পরবর্তী তিনি মূলধারার অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। এসকল চলচ্চিত্রের মাঝে আছে টু ফাস্ট টু ফিউরিয়াস, হিচ, উই ওন দ্য নাইট, এবং দ্য স্পিরিট। মেন্ডেজের জন্ম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরে। তার মা-বাবা জাতিতে কিউবান। মা-বাবার বিবাহ বিচ্ছেদের পর মেন্ডেজ বড় হন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরের উপশহর গ্লেন্ডেলে। মেন্ডেজের ভাষ্যমতে তার মা প্রাথমিক জীবনে “মেন্ডেজকে ভালোভাবে রাখতে অনেক বেশি কষ্ট স্বীকার করেছেন”। তার বাবা ছিলেন একজন গাড়ি বিক্রির দোকানের বিক্রয়কর্মী, এবং মা (তার নামও ইভা) বর্তমানে একটি স্কুলের অধ্যক্ষ্যা। ইভা মেন্ডেজ তার চার ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট। তার দুটি ভাই ও একটি বোন আছে। ক্যাথলিক হিসেবে বড় হয়ে ওঠা মেন্ডেজ হতে চেয়েছিলেন একজন গির্জার সেবিকা।তিনি অনর্গল স্প্যানিশ বলতে পারেন। মেন্ডেজ কখনোই একজন অভিনেত্রী হিসেবে নিজেকে চিন্তা করেন নি, কারণ জীবন নিয়ে তার অন্যান্য ইচ্ছা ছিলো। প্রথমে গ্লেন্ডেল শহরের হার্বাট হুভার হাই স্কুলে পড়াশোনা করার পর তিনি বিপণন (মার্কেটিং) পড়ার জন্য যোগ দেন নরহিজের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটিতে। কিন্তু অভিনয় জীবনের চাপে পরবর্তীতে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তার সহাপাঠী ছিলো অভিনয় প্রশিক্ষক ইভানা চাবাক।

১৯৮৭ - রাশিয়ান টেনিস খেলোয়াড় আন্না চাকভেটাডযে জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৫৩৪ - আন্তোনিও ডা করেগিও, ইতালীয় চিত্রশিল্পী মৃত্যুবরণ করেন ।

১৬২৫ - ইংল্যান্ডের রাজা প্রথম জেমস মৃত্যুবরণ করেন ।

১৮১৫ - ফ্রানৎস ম্যাসমের, ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা মৃত্যুবরণ করেন ।

১৮২৭ - ফরাসি গণিতবিদ ও জ্যোতির্বিদ পিয়ের সিমোঁ লাপ্লাস মৃত্যুবরণ করেন ।

১৮২৭ - ইতালীয় পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ আলেসান্দ্রো ভোল্টা মৃত্যুবরণ করেন ।

১৯৪৪ - ফরাসি কবি ও লেখক ম্যাক্স জেকব মৃত্যুবরণ করেন ।

১৯৬৭ - ইরানী রাজনৈতিক বিজ্ঞানী, রাজনীতিবিদ ও ৬০ তম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক মৃত্যুবরণ করেন ।

১৯৭৩ - বাঙালি লেখক ও শিক্ষাবিদ অমূল্যকুমার দাশগুপ্ত মৃত্যুবরণ করেন ।

১৯৮২ - আমেরিকান অভিনেতা, গায়ক ও চিত্রনাট্যকার জন বেলুশি মৃত্যুবরণ করেন ।

১৯৯৬ - খন্দকার মোশতাক আহমেদ মৃত্যুবরণ করেন ।

২০০৮ - জোসেফ ওয়েইযেনবাউম, জার্মান কম্পিউটার বিজ্ঞানী ও লেখক মৃত্যুবরণ করেন ।

২০১৩ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার কর্নেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট মৃত্যুবরণ করেন ।

এন