উত্তর সুদানে সোনার খনি ধসে হতাহত ৩৪
Share on:
আফ্রিকার দেশ উত্তর সুদানে একটি সোনার খনি ধসে অন্তত ১৪ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) সুদানের উত্তরাঞ্চলের ওয়াদি হাফা শহরের নিকটবর্তী একটি খনিতে হতাহতের এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা ভয়েস অফ আমেরিকার এক প্রতিবেদনে জানানো হয়।
এক বিবৃতিতে সুদানি মিনারেল রিসোর্স কোম্পানি জানায়, বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে মিশরের সীমান্তের কাছে অবস্থিত জেবল আল-আহমার সোনার খনিকে ঘিরে থাকা একটি পাহাড়ি ঢাল ধসে পড়লে খনিতে এই মারাত্মক ধসের ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো ২০ শিশুশ্রমিক আহত হয়েছে এবং তাদেরকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে বৃহস্পতিবার এক প্রতিবেদনে সুদানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসইউএন জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজে বের করতে অনুসন্ধান অভিযান শুরু হয়েছে। শ্রমিকরা খনির ভেতরের পানির নিচে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসইউএনএ জানায়, শ্রমিকরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খনির কূপের ভেতর সোনার সন্ধান করছিলেন। ঐ ভারী যন্ত্রপাতিই ধসের কারণ।
এন