tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০২ এপ্রিল ২০২৪, ১১:২৪ এএম

ফেসবুকে হা হা রিয়েক্টকে কেন্দ্র করে সংঘর্ষ


1712032526696

ফেসবুকে হা হা রিয়েক্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কমলপুর লোকাল বাসস্ট্যাণ্ড এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত ও ১০টি দোকান ভাঙচুর করেছে।


সোমবার (১ এপ্রিল) রাতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের লোকাল বাসস্ট্যাণ্ড কমলপুর মধ্য পাড়া ও পূর্ব পাড়া এলাকার দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে লোকাল বাসস্ট্যাণ্ড ভৈরব র‍্যাব ক্যাম্পের বিপরীত পাশে মানিক মিয়ার হার্ডওয়ার দোকানের কর্মচারী কমলপুর মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে আজিবর ও মধ্য পাড়ার রউফ মিয়ার ছেলে ওমর মিয়ার ফেসবুকে হা হা রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে মিলিয়ে দেন দোকান মালিক মানিক মিয়া। ঘটনার আধাঘণ্টা পর দুইপক্ষ দা, বল্লম, লাঠি সোঠা, ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ১০টি দোকান এলোপাথারি কুপিয়ে ভাঙচুর করে। এ ঘটনা থামাতে গিয়ে ৫জন আহত হয়েছে।

কমলপুর মধ্যপাড়ার আইনুল মিয়া জানান, ফেসবুকে হা হা রিয়েক্টের মত সামান্য বিষয় নিয়ে কিছু কিশোর পোলাপান ঝগড়ায় মেতেছে। সংঘর্ষকারীরা অনেকগুলো দোকানের সাটার কুপিয়ে ভেঙ্গে দিয়েছে।

ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ বলেন, তুচ্ছ একটি ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়েছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।

ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লোকাল বাসস্ট্যাণ্ড এলাকার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় দুজনকে আটক করেছি। এখন পরিস্থিত শান্ত রয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।