tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২৪, ১৫:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়ে লেবাননে স্থল অভিযানে শুরু ইসরায়েলের


Israel-66fbc1bb888c8

যুক্তরাষ্ট্রকে সঙ্গে পেয়ে যেন গোটা বিশ্বকে থোরাই কেয়ার করছে ইসরাইল। লেবাননে হামলার ব্যাপারে জাতিসংঘসহ বিশ্বের বহু দেশ বারণ করার পরও স্থল অভিযান শুরু করেছে দেশটি।


বন্ধু ইসরাইলের পাশে সবসময়ের মতো এবারও পাশে আছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইরানকে হুঁশিয়ার করে এক টুইটবার্তায় জানিয়ে দিয়েছেন, যদি লেবাননে অভিযানের কারণে ইসরাইলকে ইরান টার্গেট করে তাহলে তাদের পরিণতি হবে ‘ভয়াবহ’।

মঙ্গলবার ভোরে দক্ষিণ লেবাননে ‘সীমিত স্থল অভিযান’ শুরু করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ইসরাইল দক্ষিণ বৈরুতে কমপক্ষে ছয়টি হামলা চালিয়েছে এবং সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রাজধানী দামেস্কের আশেপাশে প্রাণঘাতি হামলার খবর দিয়েছে।

উত্তেজনা হ্রাসের আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরাইল ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

শুক্রবার বৈরুতে ব্যাপক হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পরও ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি।

এসএম