tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আন্তর্জাতিক প্রকাশনার সময়: ৩০ জানুয়ারী ২০২২, ১১:৫২ এএম

কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৫


বিএসএফ১.jpg

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, শনিবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।


জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ৫ ‌‌‘সন্ত্রাসী’ নিহত হয়েছে।

পুলিশের দাবি, নিহতদের মধ্যে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদের এক কমান্ডার রয়েছে।

গতকাল শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় কাশ্মীরের পুলওয়ামা এবং বুদগাম জেলায় এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, শনিবার সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

১২ ঘণ্টার অভিযানে ৫ সন্ত্রাসী ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া বুদগাম জেলার চর-ই-শরিফ এলাকায় অন্য বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

উল্লেখ্য, গত মাসে একাধিক অভিযানে ২২ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে খবর জানা গেছে। সূত্র: এনডিটিভি

এইচএন