চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সভা ডেকেছেন খাদ্যমন্ত্রী
Share on:
চালের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী ও রংপুর বিভাগে ব্যবসায়ীদের মতবিনিময় সভা ডেকেছে খাদ্য মন্ত্রণালয়।
চালের দাম নিয়ন্ত্রণে রাখতে রাজশাহী ও রংপুর বিভাগে ব্যবসায়ীদের মতবিনিময় সভা ডেকেছে খাদ্য মন্ত্রণালয়।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে একটি সভা এবং অপরটি হবে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে।
খাদ্য বিভাগের কর্মকর্তা, চালকল মালিক, আড়ৎদার ও ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে এ মতবিনিময়ে থাকবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ চালের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়াও নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় মজুতদারদের কৃত্রিম সংকটের ব্যাপারে কঠোর তদারকি করতে বলা হয়। রাইস মিলের ব্যবসায়ীদের বিষয়েও সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।
এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্টরা।
এইচএন