tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ১০ মার্চ ২০২৪, ২০:৪১ পিএম

সাদুল্লাপুরে উপনির্বাচনে চার প্রার্থী জামানত হারিয়েছেন


012

গাইবান্ধা সাদুল্লাপুর ধাপেরহাট ইউপির চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে চারজন প্রার্থী মাত্র তিনটি থেকে ৩০টি ভোট পেয়ে জামানত হারিয়েছেন।


শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ধাপেরহাট ইউনিয়নের ১২ কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

যারা জামানত হারিয়েছেন তারা হলেন, জাহিদ হাসান সেলিম ঢোল প্রতীকে তিন ভোট, শামীমা আখতার ছনিয়া রজনীগন্ধা প্রতীকে পাঁচ ভোট, সজল মিয়া অটোরিকশা প্রতীকে ২০ ভোট। অপরদিকে নবাকুল ইসলাম টেবিল ফ্যান প্রতীকে ৩০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

এ নির্বাচনে শহিদুল ইসলাম শিপন চশমা প্রতীকে সাত হাজার ৫২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ এলাকায় আরও আট প্রার্থী ভোটে অংশগ্রহণ করেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, ওই নির্বাচনের বিজয়ী প্রার্থী শহিদুল ইসলাম শিপনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তারই স্ত্রী শামীমা আখতার ছনিয়া এবং সহোদর ভাই জাহিদ হাসান সেলিম। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলামের বিপরীতে প্রার্থী হয়েছিলেন তারই ভাতিজা সজল মিয়া।

সাদুল্লাপুর উপজেলা নির্বাচন ও রিটানিং কর্মকর্তা আতাউল হক বলেন, ধাপেরহাট ইউপির চেয়ারম্যান পদে হওয়া উপনির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ২৫ হাজার ৪ হাজার।

এনএইচ