tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
রাজনীতি প্রকাশনার সময়: ০৯ মার্চ ২০২৪, ০৯:২৫ এএম

রওশনপন্থী জাপার সম্মেলন, তৈরি হচ্ছে জাতীয় পার্টি নামে আরও একটি দল


rowshan-ershad-20240309083358

বিভিন্ন সময় জাতীয় পার্টি থেকে একাধিক নেতাকে অব্যাহতি দিয়েছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।


অব্যাহতি পাওয়া এসব নেতা ঐক্যবদ্ধ হয়েছেন দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের নেতৃত্ব। আজ ৯ মার্চ এই অংশের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার ফলে জাতীয় পার্টি নামে আরও একটি দলের সৃষ্টি হচ্ছে। এরআগে জাতীয় পার্টি ভেঙে একই নামে ৫টি দল হয়েছে।

রাজধানীর রমনা ইনস্টিটিউটের সামনে খোলামাঠে নতুন জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত হবে।

রওশন এরশাদ ছাড়া এই অংশে রয়েছেন— জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও শফিকুল ইসলাম সেন্টু।

সম্মেলন উপলক্ষ্যে কয়েক হাজার লোকের সমাগম করার পরিকল্পনা রয়েছে। এতে রাজধানী ছাড়া ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন। সম্মেলন উপলক্ষ্যে রাজধানী বিভিন্ন জায়গায় ব্যানার-ব্যানার-ফেস্টুন লাগানো হয়েছে।

শফিকুল ইসলাম সেন্টু বলেন, ৯ মার্চ জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ আনন্দ বিরাজ করছে।

এনএইচ