tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
আইন আদালত প্রকাশনার সময়: ২৮ জুন ২০২৪, ২০:০০ পিএম

সাবেক এমডি তুহিন রেজার বিরুদ্ধে ফাস্ট ফাইনান্সের করা মামলা খারিজ


bastu-20240628190759

ফার্স্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তুহিন রেজার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা খারিজ করে দিয়েছেন আদালত। গত বুধবার ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ-৪ আদালত মামলাটি খারিজ করেন।


শুক্রবার (২৮ জুন) তুহিন রেজার আইনজীবী জানান, অভিযোগের কোনো সত্যতা নাই। তিনি দায়িত্বে থাকাকালে অবৈধভাবে কোনো ধরনের টাকা গ্রহণের ঘটনা ঘটেনি। মূলত তুহিন রেজাকে হয়রানি ও হেনস্তা করার উদ্দেশ্যে মিথ্যা বর্ণনায় মামলা দায়ের করা হয়।

আদেশে বলা হয়, সব অভিযোগের দলিলপত্র পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় আদালতের নিকট প্রতীয়মান হয় যে— তুহিন রেজা আইনগত বৈধ এবং সঠিক। সুতরাং প্রার্থী তার প্রতিকার পেতে আইনগত হকদার রয়েছে। এ অবস্থায় তার বিরুদ্ধে দেওয়ানী কার্যবিধি- ৭ আদেশের ১১ বিধি ও ১৫১ ধারা মোতাবেক দরখাস্তটি মঞ্জুরযোগ্য। এ মোকদ্দমাটি দেওয়ানী কার্যবিধি আইনের ৭ আদেশের ১১ বিধি তৎসহ ১৫১ ধারার বিধান মোতাবেক দরখাস্তটি মঞ্জুরক্রমে মোকদ্দমার আর্জিটি খারিজ করা হলো।

এ বিষয়ে ফাস্ট ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তুহিন রেজা বলেন, বিচার বিভাগের উপর আমার বিশ্বাস ছিল, তাই ন্যায় বিচার পেয়েছি।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মামলাটি দায়ের করে ফাস্ট ফাইনান্স লিমিটেড।

এনএইচ