অপরাধ
প্রকাশনার সময়: ১৪ ডিসেম্বর ২০২২, ১৯:৫৮ পিএম
ফারদিন নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন: ডিবি প্রধান
Share on:
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হতাশা ও টাকার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (১৪ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবিপ্রধান।
তিনি বলেন, ফারদিন নূর পরশ অন্তর্মুখী ছিলেন। সবার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারতেন না। তার রেজাল্ট ক্রমান্বয়ে খারাপ হচ্ছিল। প্রথম সেমিস্টারে সিজিপিএ ৩.১৫ আসে, তারপর কমতে কমতে ২.৬৭, যেটা বাসার লোকজন বা আত্মীয়স্বজন কেউ জানতেন না। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে স্পেন যাওয়ার জন্য ৬০ হাজার টাকা প্রয়োজন ছিল তার, যেটা জোগার করতে হিমশিম খাচ্ছিলেন। বন্ধুরা তাকে ৪০ হাজার টাকা দেন। পরে এক প্রকার মানসিক চাপে পড়েই আত্মহত্যা করেছেন।
এমআই