tnbd-logo tnbd-logo
tnbd-logo tnbd-logo-light
সারাদেশ প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২৪, ১৬:০৯ পিএম

শেরপুরে পাহাড়ি ঢলে সড়কে ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন


sherpur-20241005132804

টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের তিনটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের অন্তত দেড়শ গ্রাম প্লাবিত হয়েছে। ঢলের পানিতে সড়ক ভেঙে ঢাকার সঙ্গে শেরপুর হয়ে নালিতাবাড়ীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।


ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর উপর দিয়ে যাওয়া মহারশি ও ভোগাই নদীর অন্তত ১০ জায়গায় বাঁধ ভেঙে গেছে। প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। তলিয়ে গেছে গ্রামের রাস্তাঘাট ও আবাদি জমি। নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।

sherpur-3-20241005133202

পাহাড়ি ঢলের পানিতে সড়ক ভেঙে যাওয়ায় শেরপুর-তিনআনী-নালিতাবাড়ী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে ওই সড়ক ভেঙে পড়ে।

sherpur-2-20241005133216

এছাড়া নালিতাবাড়ী-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে পানি উঠে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর ১২টার পর থেকে পানি বৃদ্ধি পাচ্ছে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায়।

শেরপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. শাকিরুল ইসলাম বলেন, কিছু সড়ক এখন চলাচলের উপযোগী নয়। এসব সড়কের যেসব জায়গায় বেশি ভেঙে গেছে সেগুলো খুব দ্রুত মেরামত শুরু করা হবে।

এনএইচ