বার্সেলোনাকে নিষেধাজ্ঞা দিলো উয়েফা
Share on:
এবারের উয়েফা চ্যাম্পিয়নস লীগে শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। মোনাকোর বিপক্ষে হেরেছে ২-১ ব্যবধানে। একই ম্যাচে ভক্তদের বর্ণবাদী আচরণের দায়ে বার্সাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও আর্থিক জরিমানা করেছে উয়েফা। গতকাল ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা এই রায় জানায়।
চ্যাম্পিয়নস লীগের পরবর্তী অ্যাওয়ে ম্যাচে দর্শকদের টিকিট বিক্রিতে উয়েফার গভর্নিং বডি বার্সাকে নিষেধাজ্ঞা দিয়েছে। মোনাকোর দর্শকদের উদ্দেশ্য করে কাতালান সমর্থকরা বর্ণবাদ বা বৈষম্যমূলক আচরণ করেছেন বলে উল্লেখ করেছে উয়েফা।
আগামী ৬ই নভেম্বর চ্যাম্পিয়নস লীগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডের মাঠে সফরকারী হিসেবে খেলতে নামবে বার্সেলোনা। ওইদিন এই নিষেধাজ্ঞার প্রয়োগ ঘটবে। এ ছাড়া একই অপরাধে ক্লাবটিকে ১০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফার ডিসিপ্লিনারি জজ।
এছাড়া পরবর্তী এক বছরে একই ঘটনা আবারও দেখা গেলে ইউরোপীয় প্রতিযোগিতায় আরেকটি ম্যাচে টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা পাবে বার্সেলোনা। এর আগে চ্যাম্পিয়নস লীগের সর্বশেষ মৌসুমে একইভাবে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। কারণ গত এপ্রিলে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে ম্যাচ খেলতে নেমে প্রতিপক্ষের উদ্দেশ্যে নাৎসি (অ্যাডলফ হিটলারের সশস্ত্র বাহিনী) স্যালুট দেখান বার্সা সমর্থকরা।
এফএইচ